হেরে গেল বাংলাদেশ। —ফাইল চিত্র
আয়ারল্যান্ডের বিরুদ্ধে হেরে গেল বাংলাদেশ। টি২০ বিশ্বকাপের আগে অনুশীলন ম্যাচ খেলতে নেমেছিল দুই দল। যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে অনুশীলন ম্যাচে হার বাংলাদেশের।
এ বারের টি২০ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। ১৭ অক্টোবর থেকে শুরু যোগ্যতা অর্জন পর্ব। সেই পর্বে জিতেই মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে তারা। তার আগে বৃহস্পতিবার অনুশীলন ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ।
২০ ওভারে ১৭৭ রান করে আয়ারল্যান্ড। জবাবে মাত্র ১৪৪ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে আশা জাগিয়েছিল তারা। তবে অনুশীলন ম্যাচে শুরুতেই হার চিন্তায় ফেলবে বাংলাদেশকে। আয়ারল্যান্ডের গ্যারেথ ডেলানি ৮৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে সব চেয়ে বেশি রান করেন নুরুল হাসান (৩৮)।
ব্যাট করতে নেমে প্রথম দশ বলেই বাংলাদেশের তিন ব্যাটার মহম্মদ নইম, লিটন দাস এবং মুশফিকুর রহিম ফিরে যান। সেই ধাক্কা সামলানোর চেষ্টা করেন সৌম্য সরকার এবং নুরুল হাসান। যদিও ম্যাচ জেতাতে পারেননি তাঁরা। ৩৩ রানে হারতে হয় বাংলাদেশকে।