IPL 2021

ভারতের ডাক্তারদের উপর অগাধ আস্থা, করোনা নিয়ে চিন্তা নেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারের

উল্লেখ্য, ভারত ছাড়ার আগে জাম্পা জানিয়েছিলেন, জৈব সুরক্ষা বলয় ঝুঁকিপূর্ণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২১ ১৭:৩৫
Share:

চিন্তা নেই ডি’ককের। ছবি আইপিএল

ভারতে করোনা বেড়ে চলার জেরে অনেকেই প্রতিযোগিতা ছেড়ে চলে গিয়েছেন। এমনকী জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্নও তুলছেন কেউ কেউ। অ্যাডাম জাম্পার মতো ক্রিকেটার প্রশ্ন তুলেও পরে নিজের মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন। জৈব সুরক্ষা বলয় নিয়ে সমস্যা রয়েছে, এমনটা মানতে চাইছেন না কুইন্টন ডি’ককও।

Advertisement

মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার বলেছেন, “সত্যি বলতে আমরা এখানকার চিকিৎসকদের উপর বিশ্বাস করি। তাই জৈব সুরক্ষা বলয়ে খুব নিরাপদে রয়েছি। আমাদের অন্তত সেটাই মনে হয়। প্রত্যেকে নেগেটিভ হলেও আমরা সাবধানতা অবলম্বন করছি এবং নিরাপদে রয়েছি। বাকিদের ব্যাপারে জানি না। আমার অন্তত এটাই মত। সঠিক অনুশীলন করে ম্যাচে নামার সুযোগও আমাদের রয়েছে।”

উল্লেখ্য, ভারত ছাড়ার আগে জাম্পা জানিয়েছিলেন, জৈব সুরক্ষা বলয় ঝুঁকিপূর্ণ। দেশে পা দিয়েই সেই মন্তব্য থেকে সরে আসেন তিনি। জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আরসিবি এবং বিসিসিআই তাঁকে অনেক যত্নেই রেখেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement