IPL 2021

এ বার ‘মর্গ্যান হটাও’ ডাক দিলেন বীরেন্দ্র সহবাগ

সহবাগের মতে, টি২০ ক্রিকেটে অইন মর্গ্যান ভাল অধিনায়ক নন

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১৯:৫৯
Share:

মর্গ্যানকে নেতা চান না সহবাগ।

টানা ৩ ম্যাচে হার কলকাতা নাইট রাইডার্সের। গত বার প্রতিযোগিতার মাঝ পথে দীনেশ কার্তিককে সরিয়ে অইন মর্গ্যানকে অধিনায়ক করা হয়েছিল। এ বার শুরু থেকে তাঁকে সামনে রেখেই দল সাজিয়েছিল কলকাতা। তবে ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ ভরসা রাখতে পারছেন না মর্গ্যানের ওপর।

Advertisement

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সহবাগ বলেন, “আমার মনে হয় না মর্গ্যান টি২০-তে খুব ভাল অধিনায়ক। একদিনের ক্রিকেটে ওর খুব শক্তিশালী একটা দল রয়েছে। যে কেউ ভাল ব্যাট করে দিলেই ওর দল জিতে যায়। বোলিংয়েও তাই। কেউ একটা ভাল বল করে দিলেই ইংল্যান্ড জিতে যায়। ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলটাও ভাল। কিন্তু আইপিএল-এ ওর হাতে সেরকম দল নেই। একজন অধিনায়ক তখনই ভাল, যখন তার হাতে একটা ভাল দল থাকে। এম এস ধোনির সঙ্গে মর্গ্যানের তুলনা করতে বসলে সেটা ঠিক হবে না। আমার কখনোই মনে হয় না, টি-টোয়েন্টিতে মর্গ্যান খুব ভাল অধিনায়ক।”

মর্গ্যানের কেকেআর এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement