গাওস্কর এবং ধোনি।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৮ বলে ১৭ রান করেছেন। কিন্তু বুধবারের মহেন্দ্র সিংহ ধোনিকে দেখে বেজায় খুশি সুনীল গাওস্কর। কারণ চেন্নাই সুপার কিংস অধিনায়ক চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। এটাই গাওস্করকে সবথেকে বেশি তৃপ্তি দিচ্ছে। শুধু তাই নয়, সানি আশাবাদী ভবিষ্যতে আবার বড় বড় ছক্কাগুলো দেখা যাবে ধোনির ব্যাট থেকে।
ধোনির চার নম্বরে নামা নিয়ে ম্যাচের পর গাওস্কর বলেন, ‘‘এটা দারুণ ব্যাপার। গোটা ভারত ওকে ব্যাট করতে দেখতে চায়। ওর মধ্যে যে বিশেষ ব্যাপার আছে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। ও যত ব্যাট করবে, প্রতিযোগিতা চলার সঙ্গে সঙ্গে ও তত ভাল খেলবে। ও যত চার বা পাঁচ নম্বরে ব্যাট করবে, তত ওর থেকে আমরা আগের সেই চার-ছয়গুলো দেখতে পাব।’’
কেন ধোনির ব্যাটিং অর্ডারে আগে নামা উচিত, তার ব্যাখ্যা দিয়ে গাওস্কর বলেন, ‘‘কলকাতা ম্যাচে ও পরিস্থিতিটা খুব ভাল বুঝতে পারল। চেন্নাই শুরুটা খুব ভাল করেছিল। এরপর রায়না, রায়ডু, জাডেজার বদলে ও নিজে আগে নামলে দলের ভাল হবে, সেটা ও বুঝতে পারল। আর নেমে বেশি রান করতে না পারলেও চেন্নাইয়ের রান তোলার গতি যাতে না কমে, সেটা নিশ্চিত করল।’’