হেটমায়ারকে সান্ত্বনা দিচ্ছেন কোহলী, ডিভিলিয়ার্স। ছবি: বিসিসিআই
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১ রানে জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এবি ডিভিলিয়ার্সকে সেই জয়ের কৃতিত্ব দিলেন বিরাট কোহলী। ৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। শেষ ওভারে মহম্মদ সিরাজের বলে জয় আসে ব্যাঙ্গালোরের।
কোহলী বলেন, “একটা সময় মনে হয়েছিল হেরেই যাব। তবে সিরাজ যে ভাবে ওভারটা শুরু করল, আত্মবিশ্বাস ফিরে পেলাম। শেষ বলে গিয়ে জয় এনে দিয়েছে ও। আমার মনে হয় আরও সহজ ভাবে জিততে পারতাম আমরা। ম্যাক্সওয়েল, ডিভিলিয়ার্স, রজত পতিদাররা দারুণ খেলেছে।”
বোলারদের কৃতিত্ব দিচ্ছেন কোহলী। তিনি বলেন, “বোলারদের জন্যই এই পিচে ম্যাচে ছিলাম। মাঠে শিশির ছিল না। বল শুকনো ছিল। ১৬০-১৬৫ উঠে যাওয়া উচিত ছিল। আমাদের বোলিং আক্রমণের দিকে যদি দেখেন, ম্যাক্সওয়েল এখনও বল করছে না, ও সপ্তম বোলার। অধিনায়ক হিসেবে আমি বিভিন্ন সময় বিভিন্ন বোলারের ওপর ভরসা করতে পারি। আগে শুধু ব্যাটিং ছিল, এখন বোলিংও আমাদের শক্তি।”