IPL 2021

অপেক্ষার অবসান, আরসিবি-র ডেরায় যোগ দিলেন কোহলী, ডিভিলিয়ার্স, দেখুন ছবি

জানুয়ারি থেকেই ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে ছিলেন কোহলী। তিন ফরম্যাটেই তিনি খেলেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৬:২৬
Share:

দলে যোগ দিলেন কোহলী এবং ডিভিলিয়ার্স। ফাইল ছবি

শেষ হল অপেক্ষা। আইপিএলের সব থেকে বর্ণময় দুই চরিত্র ঢুকে পড়লেন নিভৃতবাসে। বৃহস্পতিবারই চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিলেন বিরাট কোহলী এবং এবি ডিভিলিয়ার্স। টুইট করে দলের তরফে একথা জানানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার সকাল আটটায় টুইট করে ডিভিলিয়ার্সের আসার খবর জানায় আরসিবি। লেখা হয়েছে, “মহাকাশযান অবশেষে এসে পড়ল। চেন্নাইয়ে আরসিবি-র বলয়ে যোগ দিলেন এবি ডিভিলিয়ার্স।” হোটেলে ঢুকেই সাত দিনের বাধ্যতামূলক নিভৃতবাসে চলে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।

কোহলী এসেছেন একটু পরে। দুপুর একটা নাগাদ তাঁর হোটেলে ঢোকার খবর জানায় আরসিবি। টুইটে লেখা হয়েছে, “আপনারা যদি ভাবেন নেটমাধ্যমকে অবাক করার সময় শেষ হয়ে গিয়েছে, তাহলে আর একবার ভাবুন। চেন্নাইয়ে পৌঁছলেন অধিনায়ক বিরাট কোহলী।”

Advertisement

জানুয়ারি থেকেই ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে ছিলেন কোহলী। তিন ফরম্যাটেই তিনি খেলেছেন। টি-টোয়েন্টি সিরিজ জেতার পর সোমবার পুণে-তে জৈব সুরক্ষা বলয় ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার যে তিনি আসবেন সেকথা আগেই জানানো হয়েছিল আরসিবি-র তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement