Sanju Samson

জাতীয় দলে সঞ্জু স্যামসনের সুযোগ না পাওয়ার কারণ খুঁজে বের করলেন সুনীল গাওস্কর

ধারাবাহিকতার অভাবের জন্যই ভারতীয় দলে জায়গা পান না উইকেট রক্ষক ব্যাটসম্যান। এমনটাই মনে করেন গাওস্কর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ০০:৫৯
Share:

হতাশ সঞ্জু স্যামসন টুইটার

আইপিএল-এর প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করলেও পরপর তিন ম্যাচে ব্যর্থ হওয়ায় রজাস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসনের সমালোচনা করলেন সুনীল গাওস্কর। ধারাবাহিকতার অভাবের জন্যই ভারতীয় দলে জায়গা পান না উইকেট রক্ষক ব্যাটসম্যান। এমনটাই মনে করেন গাওস্কর।

Advertisement

গাওস্কর বলেন, ‘‘অধিনায়ককে দায়িত্ব নিতে হয়। প্রথম ম্যাচে ও সেটা করলেও তারপর আর সে ভাবে খেলতে পারছে না। এটাই ওর সমস্যা। রান করলেও ধারাবাহিকতার অভাব রয়েছে। সেই কারণেই জাতীয় দলে সুযোগ পায় না ও।’’

প্রথম ম্যাচে ১১৯ রান করার পর দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১ ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১ রান করে আউট হতে হয় তাঁকে। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দরের বলে দুটি চার ও একটি ছয় মারার পরের বলেই মিড উইকেটে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সঞ্জু স্যামসন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement