IPL 2021

টসে জিতেও কোহলী ভাবলেন হেরেছেন, নেটমাধ্যমে ভিডিয়ো দেখে হেসে খুন সমর্থকরা

ইংল্যান্ড সিরিজে টানা ছ’টি টস হারার স্মৃতি এখনও সম্ভবত বিরাট কোহলীর মনে টাটকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ২২:১৫
Share:

টসের সময় কোহলী (মাঝে)। ছবি আইপিএল

ইংল্যান্ড সিরিজে টানা ছ’টি টস হারার স্মৃতি এখনও সম্ভবত বিরাট কোহলীর মনে টাটকা। না হলে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস ম্যাচে টসের সময় তিনি যে কাণ্ড করলেন তাকে আর কী-ই বা বলা যাবে?

Advertisement

কয়েন আকাশে তোলার সময় বিপক্ষ অধিনায়ক সঞ্জু স্যামসন ‘হেড’ ডাকেন। তবে কয়েন মাটিতে ঠেকার সময় দেখা যায় কোহলীই জিতেছেন। কিন্তু সবাইকে অবাক করে কোহলী পিছিয়ে যান এবং সামনে এগিয়ে দেন সঞ্জুকে। সঞ্চালক ইয়ান বিশপের কথায় কোহলীর ভুল ভাঙে। তিনি হাসতে হাসতে সামনে এগিয়ে যান।

প্রথমে এসেই কোহলী বলেন, “আমার বেশি টস জেতার অভ্যেস নেই। তাই এমনটা হয়েছে। আমরা প্রথমে বল করব।” কোহলীর কাণ্ড দেখে উপস্থিত সবাই হাসতে থাকেন। ঘটনার ভিডিয়ো টুইটারে পোস্ট করা হয়েছে আইপিএল-এর তরফে। সেখানেও সমর্থকরা এমন ঘটনা দেখে মজা পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement