Rahul Dravid

এ বার ক্রিকেটের প্রসারে আমেরিকায় রাহুল দ্রাবিড়

শুধু রাহুল একা নয়, তাঁর সঙ্গে এই ক্রিকেট আড্ডায় থাকবেন ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী প্রশিক্ষক গ্যারি কার্স্টেন ও ইংল্যান্ড মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার ঈশা গুহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৭:৩৪
Share:

দেশের বাইরেও ক্রিকেট নিয়ে আলোচনায় রাহুল দ্রাবিড়। ফাইল চিত্র

খেলা ছাড়ার পর দেশের ক্রিকেটার তুলে আনার ক্ষেত্রে অনেক বছর ধরে কাজ করছেন। তবে এ বার ক্রিকেটের প্রসার করতে আমেরিকায় পাড়ি দিলেন রাহুল দ্রাবিড়। আগামী ৮ ও ৯ এপ্রিল এই অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘শো মি দ্য ডাটা’। তবে শুধু রাহুল একা নয়, তাঁর সঙ্গে এই ক্রিকেট আড্ডায় থাকবেন ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী প্রশিক্ষক গ্যারি কার্স্টেন ও ইংল্যান্ড মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার ঈশা গুহ।

Advertisement

শোনা যাচ্ছে আধুনিক ক্রিকেটের খুঁটিনাটি থেকে শুরু করে ক্রিকেটারদের মধ্যে সাঝঘরে কোন কোন বিষয় নিয়ে কথাবার্তা হয় সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া প্রায় সব ক্রিকেট খেলিয়ে দেশেই ঘরোয়া টি-টিয়োন্টি প্রতিযোগিতা রমরমিয়ে চলছে। এর মধ্যে আইপিএলের চাহিদা সবচেয়ে বেশি। ভারতীয় ক্রিকেটের প্রসারে আইপিএলের অবদান কতোটা সেটা নিয়ে এই তিনজন আড্ডা দিতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement