ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন শ্রেয়স। ছবি: টুইটার থেকে
চোটের জন্য শ্রেয়স আইয়ারকে পাবে না দিল্লি ক্যাপিটালস। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন শ্রেয়স। তাঁকে দলে না পেলেও এই বছরের পুরো পারিশ্রমিকই তাঁকে দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি।
গত বারের মতো এ বারেও দিল্লি দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স। চোটের কারণে গোটা মরসুম থেকেই বাদ পড়ে নাম। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন শ্রেয়স। সেই সিরিজ তো বটেই আইপিএল থেকেও সরে যেতে হয় তাঁকে। এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, না খেলতে পারলেও শ্রেয়সকে পুরো মরসুমের টাকাই দেবে দিল্লি।
শ্রেয়সের পরিবর্তে ঋষভ পন্থকে অধিনায়ক ঘোষণা করেছে দিল্লি। দলে স্টিভ স্মিথ, অজিঙ্ক রাহানেদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকলেও তরুণ উইকেটরক্ষকের ওপরেই ভরসা রাখছে তারা। গত বারের আইপিএল-এ দিল্লিকে ফাইনালে তুলেছিলেন শ্রেয়স। এ বার কঠিন পরীক্ষা পন্থের সামনে।