বিরাট কোহলী, শিখর ধওয়ন ও সুরেশ রায়না ফাইল চিত্র
সুরেশ রায়নাকে পেছনে ফেলে আইপিএল-এ দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে উঠে এলেন শিখর ধওয়ন। বৃহস্পতিবার কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়েন তিনি। এ মরসুমেও এখনও অবধি সর্বোচ্চ রান করে কমলা টুপি নিজের কাছেই রেখেছেন দিল্লির ওপেনার। এ মরসুমে ৩১১ রান করে ফেলেছেন শিখর।
ধওয়নের মোট রান সংখ্যা ৫৫০৮। এক নম্বরে রয়েছেন বিরাট কোহলী। তাঁর রান ৬০৪১। সিএস-কের হয়ে গত মরসুমে আইপিএল না খেললেও তিন নম্বরে থাকা রায়না আইপিএল-এ ৫৪৮৯ রান করেছেন।
বৃহস্পতিবার কলকাতার বিরুদ্ধে ৪৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন ধওয়ন। পৃথ্বী করেন ৪১ বলে ৮২ রান। এই দুই ব্যাটসম্যানের দাপটে ৭ উইকেটে জয় তুলে নেয় দিল্লি। খেলার শেষে ধওয়ন বলেন, ‘‘আমি পরিস্থিতির কথা বিচার করে খেলে গিয়েছি। আমার লক্ষ্য ছিল স্ট্রাইক রেট বাড়িয়ে রাখা। সেটাই এই ম্যাচে দরকার ছিল। ঝুঁকি না নিয়ে খেলেই জয় পেলাম।’’