IPL 2021

ধোনিদের বিরুদ্ধে দলকে জেতানোর পাশাপাশি জোড়া নজির গড়লেন শিখর ধওয়ন

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচেই ছন্দে পাওয়া গিয়েছে তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৩:২১
Share:

শনিবার দিল্লির হয়ে ধওয়ন। ছবি আইপিএল

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচেই ছন্দে পাওয়া গিয়েছে তাঁকে। শিখর ধওয়ন বুঝিয়ে দিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে বসিয়ে রাখার সিদ্ধান্ত ভুল ছিল। ৮৫ রানের ইনিংস খেলার পথে ধওয়ন তৈরি করে ফেলেছেন দুটি নজিরও।

Advertisement

সিএসকে-র বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলার পরে আইপিএলে ধওয়নের রান হল ৫,২৮৩। প্রতিযোগিতায় রান সংখ্যার বিচারে তৃতীয় স্থানে চলে এলেন তিনি। প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহলী। তাঁর রান ৫,৯১১। দ্বিতীয় স্থানে সুরেশ রায়না। দিল্লির বিরুদ্ধে অর্ধশতরানের পর যাঁর খাতায় রয়েছে ৫,৪২২ রান।

শুধু তাই নয়, কোহলীকে টপকে সিএসকে-র বিরুদ্ধে আইপিএলে সব থেকে বেশি রান করার নজিরও গড়লেন ধওয়ন। এতদিন পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে সব থেকে বেশি রান করেছিলেন কোহলী (৯০১)। শনিবারের ইনিংসের পর তাঁর থেকে ৯ রানে এগিয়ে গিয়েছেন ধওয়ন। প্রথম পাঁচের তালিকায় এর পরে রয়েছেন রোহিত শর্মা (৭৪৯), ডেভিড ওয়ার্নার (৬১৭), এবি ডিভিলিয়ার্স (৫৯৩)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement