পৃথ্বীর ছক্কা, দর্শক ধোনি। ছবি আইপিএল
গত বারের আইপিএলের পর তাঁকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। খারাপ খেলার কারণে ভারতীয় টেস্ট দল থেকেও বাদ পড়েন। কিন্তু কোচ প্রবীণ আমরের থেকে ছোটখাটো পরামর্শ নিয়েই ফের পুরনো ছন্দে পৃথ্বী শ। বিজয় হজারে ট্রফিতে ঝুরি ঝুরি রান করার পর আইপিএলের প্রথম ম্যাচেই দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন।
৩৮ বলে ঝোড়ো ৭২ রানের সৌজন্যে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে কার্যত উড়িয়ে দিল দিল্লি ক্যাপিটালস। ম্যাচের পর পৃথ্বী বলেছেন, “খুব ভাল লাগছে। প্রত্যেকে অবদান রেখেছে। মরসুমটা খুব ভাল ভাবে শুরু হল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করার পক্ষে উইকেটটাও ভাল ছিল। পরিকল্পনা কাজে লাগিয়েছি।”
ভাগ্যের সহায়তাও পেয়েছেন পৃথ্বী। দু’বার তাঁর ক্যাচ পড়েছে। ৩৮ রানের মাথায় পরিবর্ত ফিল্ডার মিচেল স্যান্টনার তাঁর ক্যাচ ফেলেন। ৪৭ রানের মাথায় ক্যাচ পড়ে ঋতুরাজ গায়কোয়াড়ের হাত থেকে। দু’বারই বোলার ছিলেন মইন আলি।