shardul thakur

IPl 2021: আইপিএল-এ ভাল খেলার পুরস্কার, টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে এই অলরাউন্ডার

এবারের আইপিএল-এ ১৫টি ম্যাচে ৪৮৯ রান করার পাশাপাশি ১৮টি উইকেট পেয়েছেন শার্দূল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২১ ১৮:২৯
Share:

শার্দূল ঠাকুর ফাইল চিত্র

চেন্নাই সুপার কিংসের হয়ে ভাল খেলার পুরস্কার পেলেন শার্দূল ঠাকুর। টি২০ বিশ্বকাপের মূল দলে অক্ষর পটেলের জায়গায় ঢুকে পড়লেন এই অলরাউন্ডার। এর আগে স্ট্যান্ড বাই হিসেবে দলে ছিলেন তিনি। এবার শার্দূল মূল দলে আসায় স্ট্যান্ড বাই হিসেবে দলে থাকবেন অক্ষর। টি২০ বিশ্বকাপে বোলার হার্দিক পাণ্ড্যকে নাও পাওয়া যেতে পারে। সেই কারণেই হয়ত এই সিদ্ধান্তের পথে হাঁটল ভারতীয় বোর্ড।

Advertisement

বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১৫ জনের দলে থাকা অক্ষর পটেলকে স্ট্যান্ড বাই হিসেবে রেখে নিয়ে আসা হল শার্দূল ঠাকুরকে।’ এবারের আইপিএল-এ ১৫টি ম্যাচে ৪৮৯ রান দিয়ে ১৮টি উইকেট পেয়েছেন শার্দূল। ঘরোয়া ক্রিকেটেও ভাল ছন্দে ছিলেন মুম্বইয়ের অলরাউন্ডার।

২০১৯ সালে পিঠে অস্ত্রোপচারের পর থেকেই নিয়মিত বল করছেন না হার্দিক পাণ্ড্য। এবারের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও বল করতে দেখা যায়নি তাঁকে।

Advertisement

বিসিসিআই আরও জানিয়েছে, টি২০ বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন দিল্লি ক্যাপিটালসের বোলার আবেশ খান, সানরাইজার্স হায়দরাবাদের জোরে বোলার উমরান মালিক, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হর্ষল পটেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement