Hardik Pandya

গতি কমলেও হার্দিককে পাওয়া যাবে পুরনো মেজাজেই, জানিয়ে দিলেন মুম্বইয়ের বোলিং কোচ

বন্ড বলেন, “এটা খুবই স্বাভাবিক যে চোটের পর আগের মতো ধারাবাহিক গতি থাকবে না। তবে হার্দিকের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হল ওর আগ্রাসন কোনও ভাবেই কমেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২১ ১৮:১৭
Share:

হার্দিক পাণ্ড্য ফাইল চিত্র

পিঠের অস্ত্রোপচারের পর গতি কমেছে হার্দিক পাণ্ড্যর। তবে আগ্রাসন রয়েছে আগের মতোই। এমনটাই মনে করেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ শেন বন্ড। ২০১৯ বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে খুব বেশি বল করতে দেখা যায়নি হার্দিক পাণ্ড্যকে। তবে অস্ত্রোপচারের পর প্রথম দুটিএকদিনের ম্যাচে বল না করলেও তৃতীয় একদিনের ম্যাচে ৯ ওভার বল করেন তিনি।

Advertisement

বন্ড বলেন, “এটা খুবই স্বাভাবিক যে চোটের পর আগের মতো ধারাবাহিক গতি থাকবে না। তবে হার্দিকের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হল ওর আগ্রাসন কোনও ভাবেই কমেনি। ভালো বাউন্সারও ব্যবহার করতে পারে। বল সুইং করার দক্ষতাওওর মধ্যে রয়েছে। আবার ভলো গতিতে বল করার ক্ষমতা এখনও রয়েছে ওর।”

গত মরসুমে আইপিএলে সেভাবে হার্দিককে ব্যবহার করেনি মুম্বই ইন্ডিয়ান্স। তার কারণও জানালেন প্রাক্তন কিউয়ি পেসার। তিনি বলেন, ‘‘ যখন শরীরে কোথাও অস্ত্রোপচার হয় তখন শরীরের অন্যান্য অংশে একটা ব্যাথা অনুভব হয়। গত মরসুমে হার্দিকের সঙ্গে সেটাই হয়েছে। আমরা চাইনি ওর আরেকটা চোট আসুক। কারণ ব্যাটসম্যান হিসেবে হার্দিক অন্যন্ত মূল্যবান দলের কাছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement