করোনা হয়েছে অক্ষরের। ফাইল ছবি
আইপিএল-এ অবশেষে চালু হয়ে গেল কোভিড-পরিবর্ত। করোনা-আক্রান্ত অক্ষর পটেলের জায়গায় স্বল্প মেয়াদের চুক্তিতে দিল্লি ক্যাপিটালস দলে নিল শামস মুলানিকে। মুম্বই রাজ্য দলের হয়ে ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মুলানি। পাশাপাশি, কাঁধে চোট পেয়ে প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই ছিটকে যাওয়া শ্রেয়স আইয়ারের জায়গায় নেওয়া হল অনিরুদ্ধ জোশীকে।
কোভিডের বাড়বাড়ন্ত থাকায় আইপিএল-এর নিয়মে এ বার একটি নতুন ধারা যোগ করা হয়েছে। ৬.১ (সি) ধারা অনুযায়ী, সংশ্লিষ্ট কোভিড-আক্রান্ত ক্রিকেটার যত দিন না দলের জৈব সুরক্ষা বলয়ে ঢোকার অনুমতি পাবেন, তত দিনের জন্য দলগুলি স্বল্পমেয়াদী চুক্তিতে কোনও ক্রিকেটারকে সই করাতে পারে। ফলে, অক্ষর যোগ দিলেই দল ছাড়তে হবে মুলানিকে। দিল্লিতে যোগ দেওয়ায়, তিনি এই আইপিএল-এ আর অন্য কোনও দলের হয়ে খেলতে পারবেন না।
এ বারের প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই করোনায় আক্রান্ত হন অক্ষর। তিনি আপাতত বোর্ডের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে রয়েছেন। অন্যদিকে, অনিরুদ্ধ এর আগে আরসিবি এবং রাজস্থানের হয়ে আইপিএলে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন কর্নাটকের হয়ে।