ফের এই জার্সিতে ফিরতে চলেছেন শাকিব। ছবি: টুইটার থেকে
শাকিব আল হাসানকে কেনার পরের দিনই সুখবর কলকাতা নাইট রাইডার্সের জন্য। আইপিএলে খেলার জন্য বাংলাদেশ অলরাউন্ডারকে ছাড়পত্র দিয়ে দিল সে দেশের বোর্ড। এর ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিন এবং টেস্ট সিরিজে দেশের হয়ে খেলবেন না তিনি।
বাংলাদেশ বোর্ডের তরফে শুক্রবার আক্রম খান বলেন, “শাকিব আমাদের চিঠি দিয়ে জানিয়েছিল যে, ও এই সিরিজে খেলতে চায় না। আমরা ওর দাবি মেনে নিয়েছি। কেউ খেলতে না চাইলে তাকে জোর করতে চাই না আমরা।”
আইপিএল খেলার জন্য দেশের হয়ে খেলতে চাইছেন না, এমন ঘটনা আগেও ঘটেছে। এপ্রিল এবং মে মাসে বাংলাদেশের শ্রীলঙ্কা গিয়ে সিরিজ খেলার কথা রয়েছে। এই সিরিজ ২০২০ সালে হওয়ার কথা থাকলেও, সেই সময় কত দিন নিভৃতবাসে ক্রিকেটাররা থাকবেন, সেই নিয়ে মতের মিল না হওয়ায় আয়োজন করা সম্ভব হয়নি।
পিতৃত্বকালীন ছুটি নিয়ে শাকিব আগেই জানিয়ে দিয়েছিলেন মার্চ মাসে নিউজিল্যান্ড সফরে যাবেন না। এর ফলে কলকাতা যে একদম তরতাজা শাকিবকে তাদের দলে পাবে, তা বলাই যায়।