IPL Auction 2021

বাসে বসে কোটিপতি, মুখিয়ে রয়েছেন ক্রিস গেলের সঙ্গে সাক্ষাতের জন্য

আইপিএলে দল তো মিলেছেই, এ বার তিনি চান প্রিয় তারকা ক্রিস গেলের সঙ্গে দেখা করতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৬
Share:

ক্রিস গেল ফাইল ছবি

বৃহস্পতিবার আইপিএল নিলামের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শাহরুখ খান। একে তো নামের সঙ্গে বিখ্যাত অভিনেতার মিল, তার উপর যে দলে গিয়েছেন সেখানেও মালিক এক বলিউড অভিনেত্রী। কেরিয়ার আচমকাই বদলে গিয়েছে শাহরুখের। আইপিএলে দল তো মিলেছেই, এ বার তিনি চান প্রিয় তারকা ক্রিস গেলের সঙ্গে দেখা করতে।

Advertisement

বিজয় হজারের জন্য তামিলনাড়ু দলের সঙ্গে অনুশীলন সেরে বাসে বসে আইপিএলের নিলাম দেখছিলেন তিনি। কিন্তু ভাবতেও পারেননি যে কোটিপতি হয়ে যাবেন। ৫.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছে পঞ্জাব কিংস। শাহরুখ বলেছেন, “খবরটা শোনার পরেই আমার সতীর্থরা বাসের মধ্যেই চিৎকার করতে শুরু করে দেয়। অধিনায়ক ডিকে (দীনেশ কার্তিক) এসে আমাকে শুভেচ্ছা জানায়। অবিশ্বাস্য অনুভূতি।”

তাঁর সংযোজন, “পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে এর আগে কয়েকবার দেখা হয়েছে। কিন্তু এ বার আমি ক্রিস গেলের সঙ্গে দেখা করতে চাই। আমার চোখে ও ভয়ঙ্কর ব্যাটসম্যান। রাহুল এবং গেলের মতো ক্রিকেটারদের সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়া ভাগ্যের ব্যাপার। অনিল কুম্বলে (পঞ্জাব কোচ) স্যরের সঙ্গে দেখা করার জন্যেও মুখিয়ে রয়েছি। ওঁকে অনেক কিছু জিজ্ঞাসা করার রয়েছে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement