এ বারে পঞ্জাবকে ট্রফি জেতাতে পারবেন ক্রিস গেল? ছবি: পিটিআই
কিংস ইলেভেন পঞ্জাব এখন পঞ্জাব কিংস। নাম, লোগো পাল্টে নতুন রূপে ধরা দিয়েছে প্রীতি জিন্টার পঞ্জাব। এই পরিবর্তন বেশ পছন্দ হয়েছে ক্রিস গেলের।
ওয়েস্ট ইন্ডিজের অন্যতম তারকা ক্রিকেটারের মতে কিছু পরিবর্তন ভালর জন্যই হয়। তিনি বলেন, “আমার বেশ পছন্দ হয়েছে এই নতুন নাম। পঞ্জাব কিংস অনেক পথ এগিয়ে যাবে, আরও অনেকে এর সঙ্গে যুক্ত হতে চাইবে।”
পঞ্জাব দলের অধিনায়ক লোকেশ রাহুল বলেন, “কিংস ইলেভেন ভাল নাম ছিল, কিন্তু দল মানে শুধু ১১ জন ক্রিকেটার নয়। আরও অনেকে মিলে এই পরিবার। নামের এই পরিবর্তন পুরো দলকে আরও ঐক্যবদ্ধ করবে।”
গত বারের আইপিএলে প্লে অফে উঠতে পারেনি পঞ্জাব। এ বারে নিলামে তাই দলকে আরও শক্তিশালী করে তুলতে মুখিয়ে ছিলেন প্রীতি জিন্টারা। ১৪ কোটি টাকা দিয়ে ঝাই রিচার্ডসনকে কিনে নেন তাঁরা। ৯ জন ক্রিকেটারকে কিনেছে পঞ্জাব।
এখনও অবধি এক বারও আইপিএল না জেতা পঞ্জাব কি পারবে নতুন রূপে নতুন পালক নিজেদের মুকুটে পরতে?