KKR

IPL 2021: সামনে কেকেআর, তার আগে বিরতি পেয়েই ছেলেকে নিয়ে ছুটি কাটালেন সচিন

মাঝে কিছুটা বিরতি। তার ফাঁকেই ছেলে অর্জুনকে নিয়ে আবু ধাবির সমুদ্রে কিছুটা সময় কাটিয়ে এলেন সচিন তেন্ডুলকর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ২১:১৮
Share:

সচিনের সঙ্গে অর্জুন। ফাইল ছবি

মাঝে কিছুটা বিরতি। তার ফাঁকেই ছেলে অর্জুনকে নিয়ে আবু ধাবির সমুদ্রে কিছুটা সময় কাটিয়ে এলেন সচিন তেন্ডুলকর। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন সচিন।

Advertisement

এখন মুম্বই ইন্ডিয়ান্স দলের পরামর্শদাতা হিসেবে কাজ করছেন সচিন। সেই দলেই রয়েছেন তাঁর ছেলে অর্জুন। এ বারই নিলামে অর্জুনকে ২০ লক্ষ টাকা দিয়ে কিনেছে মুম্বই। এর আগে বারদুয়েক মুম্বইয়ের নেট বোলার ছিলেন অর্জুন। এ বারই প্রথম কোনও আইপিএল দলের সঙ্গে পেশাদারি চুক্তি করলেন তিনি।

মাঠের মতো মাঠের বাইরে বাপ-ছেলের বন্ধন অটুট। সচিন এই ছবি পোস্ট করামাত্রই তা নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। সচিনের মেয়ে সারা ছবিতে তিনটি ভালবাসার ইমোজি দিয়েছেন। সচিনের বন্ধু তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি লিখেছেন, ‘ছোটে মিঞা ছোটে মিঞা, বড়ে মিঞা শুভানাল্লাহ’। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে দশ লক্ষেরও বেশি মানুষ ‘লাইক’ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement