Sunil Gavaskar

Sunil Gavaskar: পরের মাসেই মুম্বই ক্রিকেটের থেকে বিশেষ উপহার পাচ্ছেন গাওস্কর

শুধু গাওস্করই সম্মান পাচ্ছেন না। আগের ঘোষণা মতো দিলীপ বেঙ্গসরকরের নামে ওয়াংখেড়ের একটি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ২০:০২
Share:

সুনীল গাওস্কর। ফাইল ছবি

পরের মাসেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের নামে স্থায়ী বক্স পেয়ে যাচ্ছেন সুনীল গাওস্কর। মুম্বই ক্রিকেট সংস্থার অ্যাপেক্স কাউন্সিলের সভায় ঠিক হয়েছে, আগামী ২৯ অক্টোবর একটি অনুষ্ঠানের মাধ্যমে গাওস্করের নামাঙ্কিত ওই স্থায়ী বক্স উন্মোচন করা হবে।

Advertisement

শুধু গাওস্করই সম্মান পাচ্ছেন না। আগের ঘোষণা মতো দিলীপ বেঙ্গসরকরের নামে ওয়াংখেড়ের একটি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে। সচিন তেন্ডুলকরের নামেও ওয়াংখেড়েতে একটি স্ট্যান্ড রয়েছে। আইসিসি এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি শরদ পওয়রকেও ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

১৯৭১ সালে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছিল গাওস্করের। তাঁর ৫০ বছর পূর্তি স্মরণীয় করে রাখতেই মুম্বই ক্রিকেট সংস্থা তাঁকে এই বিশেষ সম্মান দিচ্ছে। আদতে ৯ মার্চ এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। করোনা কমতেই মুম্বই সংস্থার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ধারাভাষ্যের কাজে ব্যস্ত থাকলেও গাওস্কর জানিয়েছেন, অনুষ্ঠানে তিনি থাকবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement