IPL 2021

IPL 2021: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অনন্য নজিরের সামনে রোহিত

সীমিত ওভারের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিতের এই মুহূর্তে ৩৯৭টি ছয় মারার নজির রয়েছে। এখনই তিনি বাকিদের থেকে এগিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:১৬
Share:

রোহিত শর্মা। ফাইল ছবি

রবিবার আইপিএল-এর প্রথম ম্যাচেই হয়তো অনন্য নজির গড়তে পারেন রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০টি ছয় মারার কীর্তি স্থাপন করতে পারেন।

Advertisement

সীমিত ওভারের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিতের এই মুহূর্তে ৩৯৭টি ছয় মারার নজির রয়েছে। এখনই তিনি বাকিদের থেকে এগিয়ে। আইপিএল-এর প্রথম ম্যাচে সেই সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র চার জন ব্যাটসম্যানের নজির রয়েছে ৩০০-র বেশি ছয় মারার। রোহিত তাঁদের মধ্যে এক জন।

টি-টোয়েন্টিতে ছয় মারার তালিকায় ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন সুরেশ রায়না। তিনি অবশ্য রোহিতের থেকে অনেক পিছনে। ৩২৪টি ছয় মেরেছেন তিনি। বিরাট কোহলী রয়েছেন তৃতীয় স্থানে। তিনি মেরেছেন ৩১৫টি ছয়। চতুর্থ স্থানে থাকা মহেন্দ্র সিংহ ধোনি মেরেছেন ৩০৩টি ছয়।

Advertisement

রোহিতের মোট ছয়ের ২২৪টি এসেছে আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময়ে। ১৭৩টি ছয় মেরেছেন মুম্বই রাজ্য দলের হয়ে খেলার সময়। বাকি ৫১টি ছয় মেরেছেন আইপিএল-এর শুরুর দিকে অধুনালুপ্ত ডেকান চার্জার্সের হয়ে খেলার সময়। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ইতিমধ্যেই চারশোর উপরে ছক্কা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement