লড়েও হারলেন রোহিতরা। ছবি আইপিএল
আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হারের ধারা এ বারও অব্যাহত। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২ উইকেটে হেরে গেল তারা। তবে অধিনায়ক রোহিত শর্মা আশা হারাচ্ছেন না। বরাবরের মতো এ বারও তাঁর পাখির চোখে ট্রফি।
২০১২-র পর থেকে আইপিএলের প্রথম ম্যাচ জেতেনি মুম্বই। তবে হতাশ নন রোহিত। বলেছেন, আমার মতে প্রথম ম্যাচের থেকে ট্রফি জেতা বেশি গুরুত্বপূর্ণ। ভাল লড়াই করেছি। সহজে ম্যাচ ছাড়িনি। তবে স্কোর নিয়ে খুব একটা খুশি নই। অন্তত ২০ রান কম তুলেছি। কিছু ভুল করেছি, তবে সেটা হতেই পারে। হার ভুলে এগিয়ে যেতে হবে।”
রোহিত মনে করছেন, দল হিসেবে এ বার ঐক্যবদ্ধ হওয়ার বেশি সময় পাননি তাঁরা। বলেছেন, “একসঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। দুবাইয়ে ব্যাপারটা আলাদা ছিল। ওখানে এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিলাম। কিন্তু এ ভাবেই আইপিএল বছরের পর বছর ধরে খেলা হয়ে আসছে। যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে।”