IPL 2021

কী কী কারণে রোহিতের মুম্বইকে টেক্কা দিল বিরাটের ব্যাঙ্গালোর

চতুর্দশ আইপিএলের শুরুতে বিরাট কোহলী বনাম রোহিত শর্মার দ্বৈরথ ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১০:৪৮
Share:

হর্ষলের সঙ্গে উচ্ছ্বাস বিরাটের। ছবি পিটিআই

চতুর্দশ আইপিএলের শুরুতে বিরাট কোহলী বনাম রোহিত শর্মার দ্বৈরথ ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। দিনের শেষে পাঁচ বারের ট্রফি বিজয়ী অধিনায়ক রোহিতকে হারিয়ে শেষ হাসি বিরাটেরই।

Advertisement

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জয়ের নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ। প্রথমত, হর্ষল পটেলের বোলিং। নির্ধারিত ৪ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, শেষ ওভারে দিয়েছেন মাত্র এক রান। মুম্বইয়ের বিরুদ্ধে এর আগে কোনও বোলার ৫ উইকেট নিতে পারেননি। শেষ ওভারে মাত্র ১ রানও দেননি। সে দিক থেকে জোড়া কৃতিত্ব প্রাপ্য হর্ষলের।

দ্বিতীয়ত, ক্রিস লিন, সূর্যকুমার যাদব এবং পরে ঈশান কিশনের দাপটে একসময় ২০০ রানের দিকে এগোচ্ছিল মুম্বই। সেখানে তাদের দেড়শোর সামান্য বেশি রানে বেঁধে রাখা কম ব্যাপার নয়। এর কৃতিত্ব পুরোটাই প্রাপ্য আরসিবি বোলারদের। শেষ চার ওভারে মাত্র ২৫ রান তুলেছে মুম্বই, যা গত ৪ বছরে সর্বনিম্ন।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

তৃতীয়ত, ব্যাটিংয়েও টেক্কা দিয়েছে আরসিবি। কোহলী ভিত গড়ে দিয়ে যান। আইপিএলে ‘ব্যর্থ’ গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে ২৮ বলে ৩৯ রানের ইনিংস এসেছে। তবে ২৭ বলে ৪৮ করে দলের জয় সুনিশ্চিত করেছেন সেই এবি ডিভিলিয়ার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement