IPL

খেলতে খেলতেই গণ্ডারদের বাঁচাতে বিশেষ উদ্যোগ নিলেন রোহিত শর্মা

বিলুপ্ত হতে চলা গণ্ডারদের বাঁচাতে বিশেষ উদ্যোগ নিলেন তিনি। শুক্রবারের ম্যাচে তাঁর জুতোতে লেখা ছিল ‘সেভ দ্য রাইনো’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৫:৫৬
Share:

রোহিতের সেই জুতো। যেখানে লেখা ‘সেভ দ্য রাইনো’।

২০১২ থেকে ২০২১ সাল। একটানা ৯ বছর প্রথম ম্যাচ হারার রেকর্ড বজায় রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ২ উইকেটে হারলেও রোহিত শর্মা কিন্তু সবার মন জিতে নিলেন। কারণ বিলুপ্ত হতে চলা গণ্ডারদের বাঁচাতে বিশেষ উদ্যোগ নিলেন তিনি। শুক্রবারের ম্যাচে তাঁর জুতোতে লেখা ছিল ‘সেভ দ্য রাইনো’

Advertisement

এই বিষয়ে টুইটারে রোহিত লিখেছেন, ‘এটা নিছক আমার কাছে খেলা নয়। গতকাল ব্যাট করতে যাওয়ার সময় এই ম্যাচটা আমার কাছে অনেক বড় মঞ্চ ছিল। ক্রিকেট খেলা অবশ্যই আমার স্বপ্ন। কিন্তু সমাজের একজন হয়ে আশেপাশের জগতের দায়িত্ব পালন করাও নিজের কর্তব্য বলে মনে করি। সবার সেটাই মনে করা উচিত। সমাজের হয়ে কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করি। তাই প্রতিটি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ।’

রোহিতের পশুপ্রেম সকলের জানা। আর সেটা নিয়ে তিনি গত কয়েক বছর ধরে উদ্যোগী ভূমিকা নিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আরসিবির বিরুদ্ধে ব্যাট করতে নামার সময় তাঁর জুতোতে ‘সেভ দ্য রাইনো’ লেখা ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement