Delhi capitals

দলনেতা হয়েও নিজের দলের ব্যাটসম্যানকেই স্লেজ করে বসলেন ঋষভ পন্থ

Advertisement
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৩:১৫
Share:

ঋষভ পন্থ ছবি ইনস্টাগ্রাম

একেই বোধ হয় বলে স্বভাব। উইকেটের পেছনে থেকে মজাদার স্লেজিং-এর জন্য বরাবরই নজর কেড়েছেন ঋষভ পন্থ। তবে এবার অধিনায়ক হয়েও অনুশীলনে নিজের দলের ব্যাটসম্যানকেই স্লেজ করলেন ঋষভ পন্থ।

Advertisement

ভারতীয় দলের হয়ে খেলার সময় উইকেটের পেছন থেকে অনবরত কথা বলতে দেখা যায় তাঁকে। আর এবার দিল্লি ক্যাপিটালসের সতীর্থ স্যাম বিলিংসকে স্লেজিং করে বসলেন তিনি। প্রথম বিলিংসের উদ্দেশ পন্থকে বলতে শোনা যায়, ‘‘বন্ধু, ভারতের চেন্নাইতে তোমাকে স্বাগত।’’ বিলিংস বোল্ড হওয়ার পর দিল্লি ক্যাপিটালস অধিনায়ক বলেন, ‘‘বোল্ড! একজন তো বল মারছেই না।’’ দিল্লি ক্যাপিটালস নেটমাধ্যমে এই ভিডিয়ো প্রকাশ করে লেখে ‘ঋষভ পন্থ স্টাম্পের পেছনে চুপ করে থাকতে পারছে না’।

এ মরসুমে শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে ঋষভ পন্থ দলকে নেতৃত্ব দেবেন। দারুণ ছন্দে থাকা পন্থ এবারের আইপিএলেও ভাল খেলে দলকে চ্যাম্পিয়ন করতে চান। গত মরসুমে ফাইনালে উঠলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হয়েছিল তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement