IPL

কোহলী উবাচের পর আইপিএলে সম্ভাব্য চ্যাম্পিয়ন বেছে ফেললেন মাইকেল ভন

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করেছিলেন কোহলী। তারপর জানিয়ে দিয়েছিলেন আইপিএলেও তিনি ওপেন করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ২১:০১
Share:

ব্যাটসম্যান কোহলীর জন্য এগিয়ে আরসিবি। মনে করেন ভন। ফাইল চিত্র

এবারের আইপিএলে সম্ভাব্য চ্যাম্পিয়ন বেছে ফেললেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই এগিয়ে। কারণ, বিরাট কোহলী ওপেন করবেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করেছিলেন কোহলী। তারপর জানিয়ে দিয়েছিলেন আইপিএলেও তিনি ওপেন করবেন। আর এতেই আরসিবি-র ওপর বাজি ধরেছেন ভন।

Advertisement

ভন বলেন, ‘‘কোহলী যেকোনও জায়গায় ব্যাট করতে পারে। কিন্তু আমার মনে হয় ভারত এবং আরসিবি নতুন কিছু খুঁজে পেয়েছে। কোহলী যদি শুরুতে ব্যাট করতে নামে তাহলে আরসিবি এবার অনেক শক্তিশালী হয়ে নামতে পারবে। ভারতের উইকেটে ওর ধারাবাহিক ভাবে রান না পাওয়ার কিছু নেই। যেকোনও ব্যাটসম্যানকে জিজ্ঞেস করুন ভারতের উইকেটে কত নম্বরে ব্যাট করতে চায়, সে একটাই জবাব দেবে, ওপেন করতে চাই। আগামী কয়েক মাসে ভারতীয় উইকেটে ওপেন করতে হলে কোহলী সেটা উপভোগ করবে। ওর থেকে আমরা অসাধারণ কিছু ইনিংস দেখার অপেক্ষায় আছি।’’

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর কোহলী বলেছিলেন, ‘‘আমি বিভিন্ন জায়গায় ব্যাট করেছি। কিন্তু মনে হয় এখন আমাদের মিডল অর্ডার বেশ জমাট। তাই টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের সেরা দু’জন ব্যাটসম্যানেরই শুরুতে যাওয়া উচিত। তাই রোহিতের সঙ্গে আমিই শুরুতে যেতে চাই। আইপিএলেও আমিই ওপেন করব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement