IPL 2021

ফের দেখা ধোনির সঙ্গে, আবেগপ্রবণ হয়ে পড়লেন রবীন্দ্র জাডেজা

বুড়ো আঙুলের চোট সারিয়ে আইপিএলের জন্য তৈরি রবীন্দ্র জাডেজা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২১ ২১:৪৫
Share:

ধোনি এবং জাডেজা। ছবি টুইটার

বুড়ো আঙুলের চোট সারিয়ে আইপিএলের জন্য তৈরি রবীন্দ্র জাডেজা। ইতিমধ্যেই মুম্বইয়ে সিএসকে-র হোটেলে ঢুকে নিভৃতবাসে চলে গিয়েছেন। তবে তার ফাঁকে দেখা করে নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে। টুইটারে সেই ছবি পোস্ট আবেগপ্রবণ হয়ে পড়েছেন সৌরাষ্ট্রের এই ক্রিকেটার।

Advertisement

টুইটারে জাডেজা লিখেছেন, “যখনই ওর সঙ্গে আমার দেখা হয় তখনই মনে হয় প্রথম বার দেখছি ওকে। ২০০৯-এ ওর সঙ্গে প্রথম আলাপ হওয়ার পর থেকে একই উত্তেজনা আমার মধ্যে কাজ করে।” জাডেজার এই পোস্ট ব্যাপক জনপ্রিয় হয়েছে সমর্থকদের মধ্যে।

মুম্বইয়ে পৌঁছনোর আগে থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন তিনি। চেন্নাইয়ে বেশ কিছুদিন চলেছিল সিএসকে-র শিবির। তবে জাডেজা দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে চোট পাওয়ার পর থেকে ক্রিকেট খেলেননি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারাচ্ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement