হার্দিক এবং জাডেজা।
তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়ের সৌজন্যে বুধবার পঞ্জাব কিংসকে ১২০ রানে বেঁধে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচের পর সেই অভিষেক শর্মাকেই ভারতের ভবিষ্যৎ অলরাউন্ডার বলে দিলেন রশিদ খান। আফগান স্পিনারের দাবি, দেশের হয়ে আগামীতে প্রচুর ম্যাচ জেতানোর ক্ষমতা রয়েছে অভিষেকের।
ম্যাচের পর আইপিএল-এর ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে অভিষেকের উদ্দেশে রশিদ বলেন, “ভবিষ্যতে তুমি ভারতের হয়ে দারুণ একজন অলরাউন্ডার হয়ে উঠবে, যে দেশকে অনেক ম্যাচে জেতাবে। তোমার দক্ষতা রয়েছে। যদি ভাল করে পরিশ্রম করো, তাহলে সাফল্য পাবেই।”
নিজের খেলা সম্পর্কে বলতে গিয়ে অভিষেক বলেছেন, “প্রচুর বোলিং অনুশীলন করেছি। আজ হঠাৎই ম্যাচের আগে টিম হাডলে ডেভিড ওয়ার্নার জানায়, আমি প্রথম ওভার বল করব। প্রথমে বুঝতে পারিনি বলে আবার জিজ্ঞাসা করেছিলাম। নিশ্চিত হওয়ার পর দলের হয়ে ভাল খেলতে পারব এ ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম।”
লকডাউনে দীর্ঘদিন গৃহবন্দি ছিলেন। সে সময় বাবার থেকেই স্পিন শিখেছেন অভিষেক। সে প্রসঙ্গ উত্থাপন করে বললেন, “বাবা বাঁ হাতি স্পিনার ছিলেন। তাই বলে বৈচিত্র আনার ব্যাপারটা ওঁর থেকে শিখেছি। ম্যাচে সেই বল করতে পারব, সে ব্যাপারেও আত্মবিশ্বাসী ছিলাম। ম্যাচের যে কোনও সময় এখন বোলিং করতে পারি।”