বুধবার কেকেআরের বিরুদ্ধে ধোনি। ছবি পিটিআই
বুধবার কেকেআর-এর বিরুদ্ধে খেলা ছিল সিএসকে-র। আর সেই সকালেই করোনায় মহেন্দ্র সিংহ ধোনির বাবা-মায়ের আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পেয়েছিল। ম্যাচের পর ধোনি নিজে সে বিষয়ে কিছু বলেননি। তবে ধোনির বাবা-মায়ের স্বাস্থ্যের খবর জানিয়েছেন কোচ স্টিফেন ফ্লেমিং।
ফ্লেমিং বলেছেন, “এই ব্যাপারে খেলোয়াড়দের মধ্যে বেশি কিছু কথা হয়নি। কিন্তু দল পরিচালনের সদস্য হিসেবে বলতে পারি, ওর পরিবারের অবস্থা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। ওর পরিবারের পাশে থাকার মতো ব্যবস্থা ইতিমধ্যেই করা হয়েছে।”
ফ্লেমিং জানিয়েছেন, বাবা-মা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও ধোনির খেলার মধ্যে সেই ঘটনার ছাপ পড়েনি। বলেছেন, “ধোনির সঙ্গে আমার কথা হয়েছে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আগামী কয়েকদিন ধরে পরিস্থিতির উপর আমরা নজর রাখব। সবার কাছেই, বিশেষত গোটা ভারতের কাছেই সময়টা এখন খারাপ। বন্ধু এবং পরিবারের খবর রাখার জন্য এখন অনেকটাই সময় ব্যয় করছি আমরা। এমএস যাতে সব রকম সমর্থন পায় সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আশা করব ওর পরিবার দ্রুত ঠিক হয়ে যাবে।”