IPL

পন্টিংয়ের দাবি উড়িয়ে পৃথ্বীর পাশে দাঁড়ালেন প্রবীণ আমরে

গতবার একেবারেই ছন্দে ছিলেন না এই তরুণ ওপেনার। গত মরসুমে ১৩ ম্যাচে ১৭.৫৩ গড় নিয়ে মাত্র ২২৭ রান করেছিলেন পৃথ্বী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২১ ১৩:৪৩
Share:

ছন্দে ফিরবে পৃথ্বী। আশা করছে দিল্লি শিবির। ফাইল চিত্র

গত বছরের উদাহরণ টেনে পৃথ্বী শ-এর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের মুখ্য প্রশিক্ষক রিকি পন্টিং। যদিও আইপিএল শুরু হওয়ার আগে পৃথ্বীর ইতিবাচক বিষয় নিয়ে মন্তব্য করে তাঁর পাশে দাঁড়ালেন দলের সহকারী ব্যাটিং প্রশিক্ষক প্রবীণ আমরে

Advertisement

জাতীয় দলের প্রাক্তন ব্যাটসম্যান প্রবীণ আমরে বলেন, “বিজয় হজারে ট্রফিতে পৃথ্বী কেমন মেজাজে রান করেছে সেটা সবাই দেখেছি। ৮ ম্যাচে ৮২৭ রান করার সুবাদে ওর মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে। তাই আশা করি দিল্লি ক্যাপিটালসের হয়েও ও সেই ছন্দে রান করতে পারবে। নেটেও অনেক বেশি সময় দিচ্ছে। দলের অনুশীলন সন্ধে থেকে শুরু হলেও পৃথ্বী কিন্তু রোজ বিকেল ৩টে নাগাদ মাঠে চলে আসে। তারপর ওকে নিয়ে নেটে চলে যাই। তারপর ঘণ্টার পর ঘণ্টা ধরে ছেলেটা ব্যাটিং সাধনায় মগ্ন থাকে।”

তবে শুধু পৃথ্বী নন, আমরে তাঁর দলের তরুণ অধিনায়ক ঋষভ পন্থকে নিয়ে একই রকম উচ্ছ্বসিত। আমরে বলছেন, “দলের সব ক্রিকেটার কেমন অবস্থায় আছে সেটা রিকি পন্টিংয়ের কাছে পৌঁছে দেব। কারণ সেটাই আমার কাজ। সেটা ঋষভের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ ও দলের অধিনায়ক। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে দলের প্রত্যেক ক্রিকেটার কতটা ছন্দে আছে সেটা জানা উচিত।”

Advertisement

যদিও পন্টিংয়ের দাবি ছিল গত মরসুমে পৃথ্বীকে তাঁকে নাকি অনেক ঝামেলা পোহাতে হয়েছিল। গতবার একেবারেই ছন্দে ছিলেন না এই তরুণ ওপেনার। সাধারণত কোনও ব্যাটসম্যানের রানের খরা চললে সে নেটে আরও বেশি গা ঘামায়। তবে অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়কের দাবি খারাপ সময় কাটানোর সেরা অস্ত্র অনুশীলন হলেও পৃথ্বী নেটে ঢুকতেই চাইত না! গত মরসুমে ১৩ ম্যাচে ১৭.৫৩ গড় নিয়ে মাত্র ২২৭ রান করেছিলেন পৃথ্বী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement