IPL 2021

মহেন্দ্র সিংহ ধোনি ক্যাচ মিস করতেই নেটমাধ্যমে গেল গেল, হইহই

‘ধোনি ক্যাচ ফেলেছে, জীবনে আর কিছু দেখার বাকি রইল না’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১৫:৫১
Share:

ছবি: টুইটার থেকে

আইপিএল-এ বুধবার চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ দলের খেলায় ক্যাচ মিস করেন মহেন্দ্র সিংহ ধোনি। এ বারের প্রতিযোগিতায় ব্যাট হাতে সেই ভাবে নিজেকে এখনও মেলে ধরতে পারেননি তিনি। তবে তাঁর ফিটনেস নিয়ে যেমন প্রশ্ন তোলা যায় না, তেমনই ধোনি ক্যাচ ফস্কালে অবাক হয়ে যান নেটাগরিকরা।

Advertisement

বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডেভিড ওয়ার্নার। দীপক চাহারের বলে জনি বেয়ারস্টোর ক্যাচ ফেলেন ধোনি। শুরুতেই এমন ক্যাচ ফস্কানো দেখে চমকে যান নেটাগরিকরা। একজন লেখেন, ‘ধোনিকে শেষ কবে ক্যাচ ফস্কাতে দেখেছি মনে পড়ছে না’। কেউ লিখেছেন, ‘ধোনি ক্যাচ ফেলেছে। বেয়ারস্টো কী করবে ভেবেই ভয় লাগছে’। এক নেটাগরিক লেখেন, ‘ধোনি ক্যাচ ফেলেছে, জীবনে আর কিছু দেখার বাকি রইল না’। একজন লেখেন, ‘ধোনি ক্যাচ ফেলেছে, ২০২১ সালে যা খুশি হতে পারে’।

ধোনি ক্যাচ ফেললেও বেয়ারস্টো খুব বেশি রান করতে পারেননি। ৭ রান করে আউট হয়ে যান বেয়ারস্টো। স্যাম কারেনের বলে চাহারের হাতে ক্যাচ ফেরেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement