IPL 2021

২০১ ছক্কা, কায়রন পোলার্ড এখন ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্সের পরেই

পোলার্ডের আগে আছেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনি। রোহিতের ছক্কার সংখ্যা ২১৭, ধোনির ২১৬।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১৮:১০
Share:

আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক ছয় মারায় বিদেশিদের মধ্যে এখন তৃতীয় স্থানে কায়রন পোলার্ড। ছবি: টুইটার থেকে

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩টি ছক্কা তাঁকে একক ভাবে তুলে দিয়েছে তিন নম্বরে। আইপিএল-এর ইতিহাসে সর্বাধিক ছয় মারায় বিদেশিদের মধ্যে এখন তৃতীয় স্থানে কায়রন পোলার্ড।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানের আইপিএল-এ মোট ছক্কার সংখ্যা এখনও পর্যন্ত ২০১। তিনি ডেভিড ওয়ার্নারের সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে ছিলেন। ওয়ার্নারেরই হায়দরাবাদের বিরুদ্ধে ৩টি ছক্কা মেরে তিনি ১৯৮ থেকে ২০১-এ পৌঁছে যান। এই তালিকায় শীর্ষে আছেন ক্রিস গেল। তিনি ৩৫১টি ছয় মেরেছেন। তাঁর ধারেকাছে কেউ নেই। দ্বিতীয় স্থানে এবি ডিভিলিয়ার্স। তিনি এখনও পর্যন্ত মোট ২৪০টি ছয় মেরেছেন। এরপর ২০১টি ছয় মেরে পোলার্ড তিনে।

সার্বিক তালিকাতেও প্রথম দুটি স্থানে রয়েছেন গেল, ডিভিলিয়ার্স। এরপর পোলার্ডের আগে আছেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনি। রোহিতের ছক্কার সংখ্যা ২১৭, ধোনির ২১৬। পোলার্ডের সঙ্গে ২০১টি ছয় মেরে যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলী।

Advertisement

গ্রাফিক: নিরুপম পাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement