পোলার্ডের ইনিংসে ভর করেই এগিয়ে যায় মুম্বই। ছবি: বিসিসিআই
মুম্বই ইন্ডিয়ান্সের জয়ে বড় ভূমিকা নিলেন কায়রন পোলার্ড। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এ বারের আইপিএল-এর সব চেয়ে লম্বা ছয় মারলেন তিনি। সেই সঙ্গে তৃতীয় বিদেশি হিসেবে আইপিএল-এ ২০০ ছয় মারার মাইলফলকও ছুঁয়ে ফেললেন পোলার্ড।
শনিবার ২২ বলে ৩৫ রান করেন পোলার্ড। তাঁর ঝোড়ো ইনিংসের ফলেই ১৫০ রানে পৌঁছে যায় মুম্বই। ৩টি ছয় মারেন পোলার্ড। মুজিব উর রহমানের বলে ১০৫ মিটার লম্বা ছয় মারেন তিনি। এর আগে ১০০ মিটার লম্বা ছয় মারেন এবি ডি’ভিলিয়ার্স। সূর্যকুমার যাদব মেরেছিলেন ৯৯ মিটার লম্বা ছয়।
ক্রিস গেল এবং ডি’ভিলিয়ার্সের পর পোলার্ড ২০০ ছক্কার তালিকায় উঠে এসেছেন বিদেশিদের মধ্যে। গেল মেরেছেন ৩৫১টি ছয় এবং ডি’ভিলিয়ার্স মেরেছেন ২৩৭টি ছয়। রোহিত শর্মা এবং কুইন্টন ডি’ককের পর পোলার্ডের ইনিংসে ভর করেই এগিয়ে যায় মুম্বই। হায়দরাবাদ শেষ হয়ে যায় ১৩৭ রানে। পর পর ২ ম্যাচে জিতে লিগ শীর্ষে উঠে এল মুম্বই।
গ্রাফিক: নিরুপম পাল