উইকেটের পিছনে দাঁড়ালেই ধোনির কথা শোনার জন্য সবাই মুখিয়ে থাকেন। ফাইল চিত্র
ইউ টিউব কিংবা অন্য নেট মাধ্যমে ‘ধোনি স্টাম্প মাইক’ লিখে মাউস ঘোরালেই একাধিক মজার ভিডিয়ো আপনার চোখের সামনে ভেসে উঠবে। ম্যাচ চলার সময় মহেন্দ্র সিংহ ধোনির বিশেষ বক্তব্য শোনার জন্য শুধু সাধারণ ক্রিকেট প্রেমী নয়, ক্রিকেট পন্ডিতরাও উদগ্রীব হয়ে বসে থাকেন। এ বারের আইপিএল-এ অবশেষে সেই সাধ পূরণ হল। রাজস্থান রয়্যালসের ফিল্ডিং করার সময় উইকেটের পিছনে দাঁড়িয়ে ফের বার্তা দিলেন এম এস ধোনি। সেই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল।
জস বাটলার ক্রিজে তখন জমিয়ে বসেছেন। সঞ্জু স্যামসনের দলের অন্যরা যখন একে একে ফিরছেন তখন ব্যাট চালিয়ে একা কুম্ভ রক্ষা করছিলেন বাটলার। তাঁকে আউট করার জন্য রবীন্দ্র জাডেজার হাতে বল তুলে দেন ‘ক্যাপ্টেন কুল’। আর তারপরেই বলে ওঠেন, ‘ইয়ার এক প্লেয়ার গজব হো যাতা হ্যায় হামেশা’। আর এরেপরেই জডেজার বলে আউট হয়ে সাজঘরে ফিরে যান বাটলার। তাই বিপক্ষের বিরুদ্ধে ৪৫ রানে জয় পেতে একেবারেই বেগ পেতে হয়নি।