IPL

ম্যাচের আগে কোন কুসংস্কারে ভোগেন মহেন্দ্র সিংহ ধোনি?

সচিন তেন্ডুলকর ব্যাট করতে নামার আগে বাঁ পায়ের প্যাড আগে বাঁধতেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায় ছিল একাধিক মাদুলি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৬:২৫
Share:

ম্যাচ শেষ। বিপক্ষের অমিত মিশ্রকে শুভেচ্ছা জানাচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি। ছবি - টুইটার

সচিন তেন্ডুলকর ব্যাট করতে নামার আগে বাঁ পায়ের প্যাড আগে বাঁধতেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায় ছিল একাধিক মাদুলি। ব্যাট করতে যাওয়ার সময় স্টিভ ওয়ার সঙ্গী ছিল লাল রঙের রুমাল। এমন একাধিক ক্রিকেটার খেলোয়াড় জীবনে একাধিক কুসংস্কার মেনে চলেছেন। তবে মহেন্দ্র সিংহ ধোনি সম্পর্কে এমন কোনও তথ্য এতদিন সবার অজানা ছিল। সেই তথ্য এ বার সবার সামনে আনলেন প্রজ্ঞান ওঝা। তাঁর দাবি ম্যাচের আগে ধোনি কখনও সতীর্থদের শুভেচ্ছা জানাতে চান না।

Advertisement

কিন্তু কেন ‘ক্যাপ্টেন কুল’ এমন কুসংস্কার মেনে চলেন? তাঁর দীর্ঘ দিনের সতীর্থ প্রজ্ঞান বললেন, “ম্যাচের আগে ধোনি কেন সতীর্থদের শুভেচ্ছা জানায় না সেটা বলতে পারব না। একটা সাজঘরে অনেক ধরনের মানুষ থাকে। যে কোনও ম্যাচ শুরু হওয়ার আগে সবার মনের মধ্যে একটা চাপ কাজ করে। দলের অধিনায়ক হিসেবে সেটা ও খুব ভাল বোঝে। তাই কারও সঙ্গে ম্যাচের আগে বাড়তি কথা বলে না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement