IPL 2021

করোনার ভয়ে দেশে ফিরতে পারেন স্মিথ, ওয়ার্নাররাও, জানালেন অ্যান্ড্রু টাই

নিজের দেশে ‘বন্দি’ হয়ে যেতে পারেন। এই ভয়ে আইপিএল-এর মাঝপথে ভারত ছাড়লেন অ্যান্ড্রু টাই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২১ ১৭:১৯
Share:

অ্যান্ড্রু টাই। ছবি আইপিএল

নিজের দেশে ‘বন্দি’ হয়ে যেতে পারেন। এই ভয়ে আইপিএল-এর মাঝপথে ভারত ছাড়লেন অ্যান্ড্রু টাই। সেই সঙ্গে এটাও জানিয়ে গেলেন, তাঁর মতো বাকি অস্ট্রেলীয়রাও একই জিনিস ভাবছেন।

Advertisement

এই নিয়ে রাজস্থান রয়্যালস থেকে ছিটকে গেলেন চতুর্থ ক্রিকেটার। বেন স্টোকস এবং জফ্রা আর্চার চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। দেশে ফিরেছিলেন লিয়াম লিভিংস্টোনও। এ বার সেই তালিকায় যুক্ত হলেন টাই।

দেশের এক রেডিয়ো স্টেশনে টাই বলেছেন, “অনেক কারণ রয়েছে। তবে ভারত থেকে পার্থে গিয়ে অনেকেই এখন হোটেলে নিভৃতবাসে রয়েছে। ওখানে গোষ্ঠী সংক্রমণ হচ্ছে। সরকারও চেষ্টা করছে পরিস্থিতি সামাল দেওয়ার। তাই দেশে ফিরে বন্দি হওয়ার আগেই ফেরার সিদ্ধান্ত নিলাম। অনেকদিন ধরেই জৈব সুরক্ষা বলয়ে রয়েছি। অগস্ট থেকে মাত্র ১১ দিন বাড়িতে ছিলাম। বাড়ি ছেড়ে আর থাকতে পারছি না।”

Advertisement

আইপিএল-এ এখনও খেলছেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তবে টাই জানিয়েছেন, তাঁরাও ভবিষ্যতে একই পন্থা নিতে পারেন। বলেছেন, “আমি চলে যাচ্ছি জেনে অনেকেই যোগাযোগ করেছিল। কী ভাবে ফিরছি সে ব্যাপারে অনেকেই বিস্তারিত জেনে নিয়েছে। আমি ঠিক আছি কিনা জানতে চেয়েছে। তাই আমার মনে হয়, এই যাত্রায় আমিই শেষ ক্রিকেটার নই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement