অনুশীলনে ধোনি ছবি টুইটার
গত বার আইপিএলে ব্যর্থতার পর মহেন্দ্র সিংহ ধোনিকে প্রশ্ন করা হয়েছিল সেটাই তাঁর শেষ মরসুম কি না। ধোনি উত্তর দিয়েছিলেন, “একেবারেই নয়।” বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের কর্তা কাশী বিশ্বনাথন জানালেন, এ বছরও হয়তো ধোনি অবসর নিচ্ছেন না।
এ বার সিএসকে-র নেতৃত্বে রয়েছেন ধোনিই। অনেক আগে থেকেই মাঠে নেমে পড়তে দেখা গিয়েছে তাঁকে। সেটা দেখেই কাশী বলেছেন, “মনে হয় না এটাই ধোনির শেষ বছর। যদিও এটা আমার ব্যক্তিগত মত। কিন্তু নেতৃত্বের জন্য ওকে ছাড়া কারও কথা আমরা ভাবছি না।”
২০০৮ থেকে, অর্থাৎ আইপিএলের শুরু থেকেই চেন্নাইয়ের নেতৃত্ব দিচ্ছেন ধোনি। মাঝে ২০১৬ এবং ২০১৭-য় সিএসকে নির্বাসিত থাকায় তিনি খেলেছিলেন পুনে সুপারজায়েন্টের হয়ে। পরের বছরই খেলতে নেমে চ্যাম্পিয়ন করান সিএসকে-কে। তবে গত বার মরসুম খুবই খারাপ গিয়েছে সিএসকে-র। প্রথম বারের মতো দল প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি।