দুরন্ত খেললেন বেঙ্কটেশ। ছবি আইপিএল
দীর্ঘদিন পর মুম্বইকে হারাল কেকেআর। রাহুল ত্রিপাঠি এবং বেঙ্কটেশ আয়ারের সৌজন্যে জয় এল আট উইকেটে।
দুর্দান্ত ইনিংস খেলে অবশেষে বিদায় নিলেন বেঙ্কটেশ। বুমরার বলে ৫৩ রানে ফিরলেন তিনি।
আইপিএল-এর দ্বিতীয় ম্যাচেই অর্ধশতরান করলেন বেঙ্কটেশ আয়ার।
ক্রিজে জমে গিয়েছেন বেঙ্কটেশ এবং রাহুল। জিততে গেলে ৬০ বলে ৪৫ দরকার কেকেআর-এর।
পাওয়ার প্লে-র আগেই পঞ্চাশের গন্ডি পেরিয়ে গেল কেকেআর।
বুমরার ইয়র্কার ভেঙে দিল শুভমনের স্টাম্প। প্রথম উইকেট হারাল কেকেআর।
প্রথম ওভারেই উঠল ১৫ রান। দারুণ শুরু করল কেকেআর।
লকি ফার্গুসন দুরন্ত শেষ ওভার করলেন। ১৫৫-এ থামল মুম্বই।
পোলার্ড রান আউট হওয়ার পরের বলেই ফিরলেন ক্রুণাল। শেষ ওভারে দু’উইকেট হারাল মুম্বই।
রান তোলার গতি অনেকটাই কমেছে। ক্রিজে পোলার্ড (২০) এবং ক্রুণাল (৩)।
দ্বিতীয় সাফল্য পেলেন প্রসিদ্ধ। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা ডি’ককে ফেরালেন ৫৫ রানে।
অর্ধশতরান হয়ে গেল কুইন্টন ডি’ককের। সেই সঙ্গে মুম্বইয়ের রানও একশোর গন্ডি পেরোল।
ধাক্কা দিলেন প্রসিদ্ধ। কেকেআর পেসারের বলে ফিরলেন সূর্যকুমার।
ফিরে গেলেন রোহিত। কেকেআর-কে প্রথম উইকেট দিলেন সুনীল নারাইন।
ইনিংসের প্রায় অর্ধেক হয়ে গেলেও এখনও উইকেট পেতে ব্যর্থ কেকেআর বোলাররা। ডি’কক ৪১ এবং রোহিত ৩৩ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-তে একটিও উইকেট পেলেন না কেকেআর বোলাররা। ম্যাচ শাসন করছেন মুম্বই ওপেনাররা। মুম্বইয়ের স্কোর ৫৬-০।
নীতীশ রানাকে দিয়ে বোলিং শুরু করিয়ে চমকে দিল কেকেআর। প্রথম বলেই চার মারলেন রোহিত।