হাসপাতালে ভর্তি হলেন রাহুল। ছবি পিটিআই
অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে হঠাৎই হাসপাতালে ভর্তি হতে হল কে এল রাহুলকে। জানা গিয়েছে, পঞ্জাব কিংসের অধিনায়কের অস্ত্রোপচার করা হবে। অর্থাৎ আগামী কয়েকটি ম্যাচে তিনি অনিশ্চিত। তাঁর বদলে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে অধিনায়কত্ব করলেন ময়াঙ্ক আগরওয়াল।
শনিবার টুইটারে একটি বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে পঞ্জাব কিংস। শনিবার রাতে হঠাৎই তলপেটে প্রচণ্ড ব্যথা হতে শুরু করে রাহুলের। ওষুধে কাজ না হওয়ায় পরীক্ষার জন্য তাঁকে আপৎকালীন ঘরে নিয়ে যাওয়া হয়। তখনই ধরা পড়ে যে তিনি বড় রকমের অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত। দলের তরফে জানানো হয়েছে অস্ত্রোপচার করা হবে।
৭ ম্যাচে ৩৩১ রান নিয়ে এই মুহূর্তে কমলা টুপির মালিক রাহুল। শনিবারই দুপুরে আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেছেন। তবে ম্যাচের মাঝেই তিনি বেরিয়ে যান। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন ক্রিস গেল। তবে রবিরারের মতো পরবর্তী ম্যাচগুলিতেও ময়াঙ্ক অধিনায়ক থাকবেন কিনা তা অবশ্য জানানো হয়নি। কিন্তু দলের অন্যতম সেরা ক্রিকেটারের এ ভাবে ছিটকে যাওয়া নিঃসন্দেহে চিন্তা বাড়াল প্রীতি জিন্টার দলের।