IPL

ঝড় তোলা কায়রন পোলার্ডের চোখে নতুন ‘এল ক্লাসিকো’

শুধু ৩৪ বলে ৮৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতানো নয়, ১২ রানে ২ উইকেট নিয়েছেন ‘ম্যাচের নায়ক’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৬:৫৪
Share:

চেন্নাইয়ের বিরুদ্ধে মারমুখী মেজাজে কায়রন পোলার্ড

চেন্নাই সুপার কিংসকে একা হারিয়ে এই ম্যাচকে ‘এল ক্লাসিকো’র সঙ্গে তুলনা করলেন কায়রন পোলার্ড। দুই তারকাখচিত দলের এই বাইশ গজের যুদ্ধে উঠল মোট ৪৩৭ রান। সঙ্গে রয়েছে ৩০টি ছক্কা। এর মধ্যে পোলার্ডের ব্যাট থেকে এসেছে ৮টি ছক্কা। শুধু ৩৪ বলে ৮৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতানো নয়, ১২ রানে ২ উইকেট নিয়েছেন ‘ম্যাচের নায়ক’।

Advertisement

তাই ম্যাচের শেষে এই ক্যারিবিয়ান বলেন, “চেন্নাইতে বিশ্ব মানের ক্রিকেটাররা রয়েছে। আমাদের দলেও একাধিক ম্যাচ জেতানো খেলোয়াড় আছে। তাই এমন টক্কর তো হবেই। তাই আমার মতে আইপিএল-এ মুম্বই ও চেন্নাই ম্যাচ অনেকটা ‘এল ক্লাসিকো’র মতো। দুটো দলে একাধিক তারকা থাকলে এমন উত্তেজক ম্যাচ তো হবেই।”

এর আগেও ব্যাট হাতে রোহিত শর্মার দলকে জিতিয়েছেন। তবে এই ম্যাচ তাঁর কাছেও বাড়তি আবেগের। সেটা স্বীকার করে নিলেন এই অলরাউন্ডার। বলেন, “দলের জন্য কিছু করতে পারলে সব সময় ভাল লাগে। ২০১০ সাল থেকে মুম্বইতে রয়েছি। তাই দলকে সাহায্য করা নিজের কর্তব্য বলে মনে করি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement