IPL 2021

বিরাট কোহলীকে টপকে গিয়ে নজির গড়লেন কে এল রাহুল

ম্যাচে নামার আগে মাত্র এক রান কম ছিল রাহুলের। অভিষেক শর্মার প্রথম বলেই রান নিয়ে ৫০০০ রান পূরণ করেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৭:৫৪
Share:

নতুন নজির কে এল রাহুলের ছবি আইপিএল

মুকুটে নতুন পালন যোগ করলেন কে এল রাহুল। দ্রুততম ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান হয়ে গেল তাঁর। বুধবার পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে এই নজির গড়লেন তিনি।

Advertisement

ম্যাচে নামার আগে মাত্র এক রান কম ছিল রাহুলের। অভিষেক শর্মার প্রথম বলেই রান নিয়ে ৫০০০ রান পূরণ করেন তিনি। ১৪৩ ইনিংসে ৫০০০ রান হল রাহুলের। তাঁর আগে রয়েছেন ক্রিস গেল, যিনি নিয়েছেন ১৩২টি ইনিংস। রাহুলের পরে অস্ট্রেলিয়ার শন মার্শ রয়েছেন, যার ১৪৪টি ইনিংস লেগেছিল।

উল্লেখযোগ্য ব্যাপার হল, ভারতীয়দের মধ্যে রাহুলের কৃতিত্ব দ্রততম। তাঁর আগে ছিলেন বিরাট কোহলী, যিনি ১৬৭ ইনিংসে ৫০০০ রান করেছিলেন। ১৭৩ ইনিংস নিয়ে সুরেশ রায়না রয়েছেন তারপরেই। যদিও বুধবার বেশিক্ষণ স্থায়ী হয়নি রাহুলের ইনিংস। চতুর্থ ওভারেই ভুবনেশ্বর কুমারের বলে মিড-উইকেটে কেদার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাহুল (৪)।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement