আইপিএল-এ নিজের লক্ষ্যর কথাও জানালেন অমিত। ছবি: বিসিসিআই
মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রাণভ্রমরা রোহিত শর্মা। তাঁকে কী ভাবে আউত করতে হবে বলে দিচ্ছেন অমিত মিশ্র। দিল্লি ক্যাপিটালস দলের অভিজ্ঞ এই স্পিনার ৭ বার রোহিতের উইকেট নিয়েছেন। আইপিএল-এ সব থেকে বেশি বার অমিতের বলেই আউট হয়েছেন রোহিত।
পৃথ্বী শ-কে দেওয়া এক সাক্ষাৎকারে অমিত বলেন, “রোহিতকে সব সময় ওর স্বচ্ছন্দ জায়গার বাইরে বল করার চেষ্টা করি। খুব বেশি গতিও রাখি না বলে। ফ্লাইটে হারানোর চেষ্টা করি ওকে। এমন বল করার চেষ্টা করি যাতে ওকে নিজের স্বচ্ছন্দতার বাইরে গিয়ে মারতে হয়।” এমন বলই একাধিক বার সাফল্য এনে দিয়েছে অমিতকে।
আইপিএল-এ নিজের লক্ষ্যর কথাও জানালেন অমিত। তিনি বলেন, “আমার সব সম্ময় লক্ষ্য থাকে উইকেট নেওয়া। লাসিথ মালিঙ্গার রেকর্ড ভেঙে আইপিএল-এ সব চেয়ে বেশি উইকেট নিতে চাই আমি।” শ্রীলঙ্কার পেসার আইপিএল-এ নিয়েছেন ১৭০টি উইকেট। তাঁর থেকে মাত্র ৬টি উইকেট দূরে রয়েছেন অমিত। এ বারের আইপিএল-এ মালিঙ্গার এই রেকর্ড ভেঙে দিতে চাইবেন দিল্লির স্পিনার।