RCB

IPL 2021: শুধু ম্যাচ জেতানোই নয়, আইপিএল-এ রেকর্ড গড়লেন সুনীল নারাইন

প্রথম স্পিনার হিসেবে আইপিএল-এ আট বার চার উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২১ ১৪:২৭
Share:

সুনীল নারাইন টুইটার

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এলিমেনেটরে চার উইকেটে জেতার দিন রেকর্ড গড়লেন সুনীল নারাইন। ২১ রান দিয়ে চার উইকেট নিয়ে কেকেআর-কে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে দেন নারাইন

Advertisement

সোমবার আইপিএল-এ সবচেয়ে বেশি বার চার উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন নারাইন। এই নিয়ে আইপিএল-এ আট বার চার উইকেট নিলেন তিনি। টপকালেন লসিথ মালিঙ্গাকে। শ্রীলঙ্কার এই জোরে বোলার সাত বার চার উইকেট নিয়েছেন।

এখানেই শেষ নয়, প্রথম স্পিনার হিসেবে আরসিবি-র বিরুদ্ধে তিন বার চার উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার। ২০১৩ ও ২০১৪ সালের আইপিএল-এ দুই বার আরসিবি-র বিরুদ্ধে চার উইকেট নিয়েছিলেন। ২০১৩ সালে রাঁচিতে ২২ রান দিয়ে চার উইকেট নেন তিনি। ২০১৪ সালে কলকাতায় ২০ রান দিয়ে চার উইকেট নেন নারাইন।

Advertisement

বলের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ খেলেন নারাইন। ১৫ বলে ২৬ রান করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement