সুনীল নারাইন টুইটার
প্রথমে বল হাতে চার উইকেট, তারপর ব্যাট হাতে ১৫ বলে ২৬ রান। বিরাট কোহলীদের হারানোর পিছনে বিরাট অবদান রাখলেন সুনীল নারাইন। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডারই ম্যাচের সেরা। সোমবার বিরাটের উইকেট তাঁকে সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে।
তিনি বলেন, ‘‘বিরাটকে আউট করা আমার লক্ষ্য ছিল। সেটা করতে পেরেছি। তার পাশাপাশি আরসিবি-র রানের গতিও রুখতে পেরেছি।’’
শুধু বল নয়, ব্যাট হাতেও মূল্যবান রান করেছেন নারাইন। তবে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী ছিলেন না। ম্যাচ শেষে নিজেই স্বীকার করে নিলেন সেই কথা। নারাইন বলেন, ‘‘আমার মনে হয়েছিল প্রথম বলেই আউট হয়ে যাব। কোনও কোনও দিন সবটাই ভাল হয়। ভাল খেলতে পেরে, দলকে জেতাতে পেরে দারুণ ভাল লাগছে।’’
নতুন বোলিং অ্যাকশনে এখনও স্বচ্ছন্দ নন নারাইন। তার মধ্যেও সাফল্য আসছে। নিজেকে শান্ত রেখেই কঠোর পরিশ্রম করেই সাফল্য পাচ্ছেন বলে জানালেন। তিনি বলেন, ‘‘এখনও পুরোপুরি নতুন অ্যাকশনে সাবলীল নই। কঠোর পরিশ্রম করছি। আর তাতেই ফল পাচ্ছি। নিজেকে শান্ত রেখে কাজটা করে যাচ্ছি।’’