গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিংহ ধোনি ফাইল চিত্র
দ্বিতীয় পর্যায়ের আইপিএল-এ খুব বেশি রান করতে পারবেন না মহেন্দ্র সিংহ ধোনি। এমনটাই মনে করেন গৌতম গম্ভীর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই ছন্দে নেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক। প্রথম পর্বে ৬-৭ নম্বরে ব্যাট করে সাফল্য পাননি তিনি। সেই কথা জানিয়ে গম্ভীর বলেন, ‘‘ধোনি সাধারণ ভাবে ৪-৫ নম্বরে ব্যাট করত। তবে আইপিএল-এর প্রথম পর্বে ও ৬-৭ নম্বরে ব্যাট করেছে। অনেক সময় স্যাম করেনকে আগে পাঠিয়েছে ব্যাট করতে।’’
ধোনির পরে নামার কারণও ব্যাখ্যা করেছেন গম্ভীর। তাঁর মতে, উইকেটের পিছনে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেওয়াতেই বেশি মনোযোগ দিয়েছেন মাহি। গম্ভীর বলেন, ‘‘উইকেটরক্ষা করার পাশাপাশি উইকেটের পিছনে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেওয়াতে বেশি স্বচ্ছন্দ বোধ করছে ধোনি। ইনিংসের শেষ দিকে ৮-১০ বল চালিয়ে খেলে দলের রান বাড়াতে চায় ও।’’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর কেন বড় রান পাচ্ছেন না ধোনি? সেই প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, ‘‘আইপিএল যথেষ্ট কঠিন একটা প্রতিযোগিতা। এখানে সেরা বোলারদের বল খেলতে হয়। সারা বছর ক্রিকেট না খেললে আইপিএল-এ সাফল্য পাওয়া মুশকিল। আমার মনে হয়, চেন্নাই সুপার কিংসকে সাফল্য পেতে হলে প্রথম দিকের ব্যাটসম্যানদের ভাল ব্যাট করতে হবে। কারণ ধোনির সাহায্যের ভরসায় না থাকাই ভাল।’’
এবারের আইপিএল-এ ৭ ম্যাচে মাত্র ৩৭ রান করেছেন ধোনি। গত মরসুমে ভাল খেলতে না পারলেও এবারে ভাল ছন্দে রয়েছে সিএসকে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল লিগ টেবিলে দুই নম্বরে রয়েছে ধোনির দল।