পঞ্জাব কিংস। —ফাইল চিত্র
অধিনায়ক, ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক, লোকেশ রাহুলই পঞ্জাব কিংসের প্রধান অস্ত্র। দলে রয়েছেন দাউইদ মালানের মতো ব্যাটসম্যান। টি২০-র মঞ্চে আইসিসি-র সেরা ব্যাটসম্যান তিনিই। রয়েছেন ক্রিস গেলও। এঁদের ব্যাট চলতে শুরু করলে বিপক্ষ বোলারদের ঘুম উড়বে সেটা বলাই যায়।
বল হাতে রয়েছেন মহম্মদ শামি, ঝাই রিচার্ডসন, ক্রিস জর্ডনদের মতো পেসাররা। স্পিন বিভাগ সামলাবেন রবি বিষ্ণোই, দীপক হুডারা। বাংলার তরুণ পেসার ঈশান পোড়েলও রয়েছেন প্রীতি জিন্টার দলে। গত বারের আইপিএল-এ শুরুর দিকে ভালই ছন্দে ছিল দল। তেমন ছন্দই এ বার গোটা মরসুমে ধরে রাখতে চাইবেন রাহুলরা।
সংযুক্ত আরব আমিরশাহিতে সব চেয়ে বেশি রান এসেছিল রাহুলের ব্যাট থেকে। এ বারেও সেই ছন্দে পাওয়া যাবে তাঁকে? উত্তর পেতে নজর রাখতেই হবে পঞ্জাবের ম্যাচে।
এক নজরে পঞ্জাব কিংস। গ্রাফিক: শৌভিক দেবনাথ