IPL 2021

আইপিএল শুরুর আগে ধাক্কা বিরাট কোহলীর দলে, বদলাতে হল অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে

মরসুম শুরুর আগেই বিরাট কোহলীর দলে খারাপ খবর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ১৫:১৭
Share:

কোহলীরা পাবেন না জোশ ফিলিপকে। ফাইল ছবি

মরসুম শুরুর আগেই বিরাট কোহলীর দলে খারাপ খবর। অস্ট্রেলিয়ার জোশ ফিলিপকে আগামী আইপিএলে পাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। তাই সই করানো হল নিউজিল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান ফিন অ্যালেনকে। কী কারণে ফিলিপ ছিটকে গিয়েছেন তা অবশ্য বিস্তারিত জানানো হয়নি।

Advertisement

২০২০ আইপিএলে আরসিবি-র হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন ফিলিপ। মোট ৭৮ রান করেছেন। অন্যদিকে, অ্যালেন নিউজিল্যান্ডের হয়ে ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তিনটি অর্ধশতরানও রয়েছে তাঁর নামের পাশে। ফিনের প্রাথমিক মূল্য ২০ লক্ষ টাকা, যা ফিলিপের টাকার অঙ্কের সমান।

উল্লেখ্য, রবিবারই আইপিএলের গভর্নিং কাউন্সিল আসন্ন মরশুমের সূচি প্রকাশ করে দিয়েছে। প্রতিটি দলই চারটি মাঠে নিজেদের ম্যাচগুলি খেলবে। কেউই ঘরের মাঠের সুবিধা পাবে না। ফাইনাল হবে আমদাবাদে। প্লে-অফের ম্যাচগুলিও সেখানে হবে। চেন্নাই, মুম্বই, কলকাতা এবং বেঙ্গালুরুতে ১০টি করে ম্যাচ হবে। আমদাবাদ এবং দিল্লি পেয়েছে ৮টি করে ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement