অইন মর্গ্যান ফাইল চিত্র
টেস্ট সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও ঘূর্ণি উইকেটে খেলা হবে বলে মনে করছেন অইন মর্গ্যান। টেস্ট দলে তিনি ছিলেন না। কিন্তু ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়কের দৃ়ঢ় বিশ্বাস ভারত তাঁদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ঘূর্ণি উইকেটই তৈরি করবে।
শুক্রবার থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু। ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘‘উইকেট টেস্ট সিরিজের মতোই হবে। আমাদের মনে হয় স্পিন সহায়ক উইকেটে খেলতে হবে।’’ তিনি নিজের দলকে স্পিন সহায়ক উইকেটে খেলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন দলের অধিনায়ক বলেন, ‘‘আমরা টি-টোয়েন্টিতে ভাল খেলছি। আমাদের আত্মবিশ্বাস রয়েছে, কারণ আমরা শেষ দুই বছর বেশ কিছু ম্যাচে কঠিন পরিস্থিতি থেকে জয় তুলে নিতে পেরেছি। আমার মনে হয় টি-টোয়েন্টিতে আমাদের দল বেশ শক্তিশালী। এরকম দল সব সময় পাওয়া যায় না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের খেলাতে আরও উন্নতি প্রয়োজন।’’
কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চান মর্গ্যান। ভারতের পাটা উইকেটে খেলার জন্য তাঁর দল তৈরি বলে মনে করেন তিনি। মর্গ্যান বলেন, ‘‘আমাদের ব্যাটসম্যানরা তৈরি পাটা উইকেটে খেলতে। বোলাররা নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে চাই দক্ষভাবে।’’