বিরাট কোহলী। ছবি আইপিএল
আইপিএল শুরুর থেকে পরপর জিততে থাকলেও হঠাৎই হোঁচট খেয়েছে আরসিবি-র জয়ের রথ। গত দুটি ম্যাচে হেরে গিয়েছে তারা। চেন্নাইয়ের পর হারতে হয়েছে পঞ্জাবের কাছে। আগামী সোমবার কলকাতার বিরুদ্ধে খেলা। সেই ম্যাচে দল ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন কোচ সাইমন কাটিচ।
চলতি আইপিএল-এর প্রথম পর্বের ম্যাচে কলকাতার বিরুদ্ধে ৩৮ রানে জিতেছিল আরসিবি। ভাল খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডিভিলিয়ার্স। দ্বিতীয় পর্বেও আরসিবি-র জেতার আশা করছেন কাটিচ।
শুক্রবারের ম্যাচের পর বলেছেন, “আজকে আমাদের রান রেট একেবারেই ভাল ছিল না। পঞ্জাবের থেকে যেন একটা শিক্ষা পেলাম। ওরা পরিস্থিতির সঙ্গে ভাল মানিয়ে নিয়েছে বলেই জিতেছে। ইনিংসের মাঝপথে আমরা খেই হারিয়ে ফেলেছিলাম। তবে এই দলের ক্ষমতা রয়েছে দ্রুত ঘুরে দাঁড়ানোর। কেকেআর-এর বিরুদ্ধেই হয়তো ভাল ছন্দ দেখতে পাবেন।”
সাত ম্যাচে মাত্র চারটি উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চহাল। শুক্রবার অনেক রানও দিয়েছেন। তবে পাশে দাঁড়িয়েছেন কাটিচ। বলেছেন, “দলে ওর জায়গা নিয়ে কোনও চিন্তা নেই। তবে আজ বিপক্ষ ভাল লেংথে বল করেছে। আমরা উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারিনি।”